Kiosk অধ্যয়ন গাইড আৰু কৌশল

সময়সূচি যে কোনো বিশৃঙ্খলা এবং সাময়িক উত্তেজনা বা হুজুগের থেকে রক্ষা করে।
এনি ডিলর্ড, আমেরিকা, ১৯৪৫

সময়ৰ ব্যৱস্থাপনা

একটা বিশেষ সপ্তাহ কী করে কাটাবে সুনিশ্চিত করে সাপ্তাহিক কর্মসূচী তৈরি করো ।

সময়ের ব্যৱস্থাপনাঃ

আগে যে কাজগুলো করবে তার প্রস্তুতির জন্যে যতটা সময় যায় সেইটুকুন প্রতিটি দিনের মোট সময়ের থেকে বাদ দাও।

Hours remaining:

দৈনন্দিন কাজকর্মঃ রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার

শোবার সময়
নিজের যত্ন নেবার সময় /বাড়ির অন্যের কাজকর্ম করে দেবার জন্যে ব্যয়িত সময়
খাবার তৈরি করা , খাওয়া,
ঝাড়-পোছ করবার জন্যে ব্যয়িত সময়

পরিবারকে দেয়া সময়
বন্ধু-বান্ধবের সঙ্গে এখানে ওখানে যাওয়া ,
বা আনন্দ-স্ফুর্তীর জন্যে কাটানো সময়
একা একা খোলামনে টি.ভি দেখা ,
খেলা ইত্যাদির জন্যে ব্যয়িত সময়
যোগ ব্যায়াম,
খেলা-ধুলা ইত্যাদির জন্যে ব্যয়িত সময়
শিক্ষানুষ্ঠান বা অন্যান্য কাজে
যাতায়াত করতে ব্যয়িত সময়
নানা কাজে ঘরের
বাইরে কাটানো সময়
শ্রেণিতে উপস্থিতির সময়
অধ্যয়নের সময়
অন্যান্য কোনো কারণে
ব্যয়িত সময়

এই নির্ধারিত সাপ্তাহিক কর্মসূচিটি প্রসঙ্গ নির্দেশের জন্যে এবং পুনর্নিরীক্ষণের সুবিধের জন্যে অনবরত যাতে দেখে যেতে পার সেভাবে ছেপে নিয়ে নাও।
( ছাপার বেলা টেবল যাতে দেখায় তার জন্যে ল্যান্ডস্কেপ বিকল্প ব্যবহার করো।)

সময় এবং সম্পদ ব্যবস্থাপনার ধারা]

সময়ের ব্যবস্থাপনা | আমার দিনটির কার্যসূচীঃ |
 শিকাৰু সকলৰ কাৰণে সাপ্তাহিক পৰিকল্পনাঃ |
সময় ব্যৱস্থাপনাঃ লক্ষ্য/ উদ্দেশ্য আৰু প্রাধান্য বা অগ্রাধিকাৰ |
সময়ের ব্যবস্থাপনাঃ লক্ষ্য/ উদ্দেশ্য এবং প্রাধান্য বা অগ্রাধিকাৰ